স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের তলানীর দল লেস্টারের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ম্যাচে জোড়া গোল করেছেন সিটির আর্লিং হালান্ড। এ জয়ে সিটি-আর্সেনাল ব্যবধান আরো কমল। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনল সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে পঞ্চম মিনিটেই জন স্টোনসের চমৎকার গোলে এগিয়ে যায় সিটি। রদ্রির হেডে ডি-বক্সের মাথা থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার। ১৩তম মিনিটে গোলের দেখা পান হালান্ড। ডি বক্সে জ্যাক গ্রিলিশের ক্রসে বল লেস্টারের উইলফ্রেড এনডিডির হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সেখান থেকে গোল করেন এই নরওয়ের ফরোয়ার্ড।
২৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে কেভিন ডে ব্রুইনে পাস দেন নরওয়ের তারকাকে। বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী ফুটবলার। সিটির জার্সিতে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে হালান্ডের গোল হলো ৪৭টি।
৭৫তম মিনিটে গোলের দেখা পেয়ে যায় লেস্টার। ২০১৬ সালের প্রিমিয়া লিগ চ্যাম্পিয়নদের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন কেলেচি ইহেনাচো। কর্নারে প্রতিপক্ষের একজনের হেড শুরুতে ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক এদেরসন, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান ইহেনাচো।
এ জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান তিনে নামিয়ে আনল সিটি। ৩০ ম্যাচে গানারদের পয়েন্ট ৭৩, সমান ম্যাচে গার্দিওলার দলের ৭০। প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে নতুন কোচ ডিন স্মিথের অভিষেকেও ভাগ্য বদলাল না লেস্টারের। ২০১৫-১৬ মৌসুমের শিরোপা জয়ী দলটি ৩১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পড়ে রইল ১৯ নম্বরেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০