স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ডের জোড়া গোলে আজ জিতল ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ দিয়ে লিগে ৪১৯ মিনিটের গোল খরা কাটালেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড হালান্ড। শনিবার ৭৭ দিন পর গোল পেয়েছেন তিনি। ইতিহাদে তাঁর জোড়া গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সিটি। লিভারপুলকে টপকে আপাতত শীর্ষে তারা।
এভারটনের বিপক্ষে সিটির গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭১ মিনিট পর্যন্ত। কর্নার ক্লিয়ার করতে পারেনি এভারটন। কাছ থেকে জোরাল কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন হালান্ড। চার ম্যাচ পর লিগে গোলের দেখা পেলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। সিটির পরের গোলটি আসে ৮৬ মিনিটে। প্রতিআক্রমণ থেকে গোল করেন সেই হালান্ড। করিয়েছেন কেভিন ডি ব্রুইনে। ১৮ ম্যাচে ১৬ গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতা হালান্ডই।
২৩ ম্যাচে ১৬ জয় ও ৪ ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৫২। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল লিভারপুল। দিনের পরের ম্যাচে বার্নলিকে হারিয়ে শীর্ষে ফেরার সুযোগ থাকছে ইয়ুর্গেন ক্লপের দলের সামনে। ২৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে এভারটন। শেষ ৬ ম্যাচে কোনো জয় নেই তাদের। তারা লিগে সর্বশেষ ম্যাচ জিতেছে গত বছরের ১৬ ডিসেম্বরে বার্নলির বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post