নিজস্ব প্রতিবেদক: বিমান বাহিনীর চাকুরীজিবী সিলেটের মৌলভীবাজারের ছেলে এবাদত ক্রিকেটের রঙিন দুনিয়া পা দিয়েচেন এই বছরেই। বিসিবি-রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে আসার এই পেসারের দিকে বিশেষ নজড় আছে ক্রিকেট বোর্ডের।
প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলেই সরাসরি ক্রিকেটের রঙিন দুনিয়ান এসেছেন তিনি। ইংল্যান্ড একাদশের বিপক্ষে তিনটি প্রস্তুুতি ম্যাচও খেলেছেন বড়লেখার এই ক্রিকেটার।
এবার তার সামনে ছিলো নিজেকে প্রমানের বড় একটা সুযোগ। বিপিএলের দল রাজশাহী কিংস এই পেসারকে তাদের দলে ভিড়িয়ে ছিলো। তবে শুরুতেই বিপিএলে অনিশ্চিত হলেন তিনি।
জ্বরে আক্রান্ত ভর্তি হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ফলে বিপিএলে শুরুতে অংশ নিতে পারছেন না ইবাদত।
আগামি ৪ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএলের উদ্বোধনী ম্যাচ খেলবে ইবাদতের দল রাজশাহী কিংস। ম্যাচটি খেলার সম্ভাবনা ছিলো ইবাদতের। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সেটি আর হচ্ছে না।
জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে বিপিএলের শুরু থেকে এই পেসারকে দলে পাচ্ছে না রাজশাহী কিংস। রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ইবাদত জ্বরে ভুঁগছে। শারীরিক দুর্বলতা রয়েছে তার। বিপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচ তার খেলা হবে না।
তিনি জানান, এছাড়াও ইবাদতের সাইড স্ট্রেইনের চোট ছিল। তবে জ্বরের কারণেই বিপিএলে তাকে খেলানো হবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০