নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম টেস্ট দিয়ে মর্যাদার সাদা পোশাকে অভিষেক হলো পেসার হাসান মাহমুদের। শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেকের স্বাদ পেলেন ডানহাতি এই বোলার। এদিকে এই টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান। সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে শ্রীলঙ্কা। এর আগে সিরিজের প্রথম টেস্টে দাপুটে জয় পায় সফরকারীরা।
আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে হাসানের যাত্রা বেশ বর্ণীল। ২২টি ওয়ানডে ম্যাচ খেলে ৩০ উইকেট নিয়েছেন এই পেসার। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট। দুই ফরম্যাটেই বল হাতে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এবার টেস্ট ক্রিকেটে সেই ধারাবাহিকতা দেখানোর পালা।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল- মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা দল- দিমুথ করুনারত্নে, নিশান মাদুস্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post