স্পোর্টস ডেস্ক:: টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শুরুতেই হারালো উইকেট। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল হাসান মাহমুদের হাতে তুলে দেন নতুন বল। ইনিংসের প্রথম ওভারেই টাইগার পেসার ফিরিয়েছেন স্বাগতিক ওপেনার পল স্টার্লিংকে।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে হাসানের বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। ৩ বলে ১ রান করেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১ ওভারে এক রানে এক উইকেট। স্টিফেন ডোহেনী ও অ্যান্ড্রু বার্লবিনি ব্যাট করছেন।
সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি। বিলম্ব শুরু হওয়ায় আম্পায়াররা কার্টেল ওভারে ম্যাচ দিয়েছেন। ৫০ ওভারের পরিবর্তে খেলা হবে ৪৫ ওভারের। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে আগে ব্যাট করছে অ্যান্ড্রু বালবার্নি নেতৃত্বাধীন আয়ারল্যান্ড দল।
এই ম্যাচে দুই দলই নিজেদের আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে। কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসেনি একাদশে। অর্থাৎ, এই ম্যাচেও বাংলাদেশ দল কোনো পরীক্ষা-নীরিক্ষায় যাচ্ছে না। ভালোভাবে সিরিজ শুরু করাই লক্ষ্য কোচ চন্ডিকা হাথুরুসিংহের।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও গ্রাহাম হিউম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post