স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কলম্বোয় টস জিতে আগে ফিল্ডিং করতে নামা টাইগাররা ষষ্ঠ ওভারে এসে উইকেটের দেখা পেয়েছে। লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরালেন হাসান মাহমুদ।
ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে চার হজম করেন হাসান। তৃতীয় বলে এসে সফল হলেন এই ডানহাতি। লঙ্কান ওপেনার বলের লাইন পড়তে পারেন নি ঠিকঠাক। হাসানের সুইং করে বের হয়ে যাওয়া বলে এজ হয়েছেন তিনি। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। উইকেটে এখন পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস।
এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। সবশেষ চলতি বছর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা পান নাসুম। এরপর আর ওয়ানডে খেলেননি তিনি। অবশেষে ওয়ানডের একাদশে ফিরলেন বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে।
নাসুমের অন্তর্ভুক্তির কারণে একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। এই ম্যাচেও যথারীতি জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। আলোচনা থাকলেও, একাদশে সুযোগ পাননি এনামুল হক বিজয়। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে পরিবর্তন আনে নি। অর্থাৎ গ্রুপ পর্বে আফগানিস্তান ম্যাচের একাদশ নিয়েই তারা আজ খেলছে।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ
পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মহীশ তিকসানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post