স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে কঠোর হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বিদেশি লিগে খেলার ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বছরে দুটির বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না এখন থেকে।
যার প্রথম কোপ পড়তে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা ও দলের অন্যতম বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গার ওপর। আসন্ন যুক্তরাষ্ট্রের মেজর লিগে খেলার কথা ছিল তাদের। তবে আগামী ১৩ জুলাই থেকে প্রথমবারের মতো দেশটিতে হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য এই দুজনকে অনাপত্তিপত্র দেয়নি এসএলসি।
সিয়াটল অরকাসের সাথে শানাকা এবং ওয়াশিংটন ফ্রিডমের সাথে চুক্তি করা হাসারাঙ্গাকে লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে, বছরে দুটির বেশি বিদেশি লিগ খেলা যাবে না। শুধু তারাই নন, বিদেশের দুটি ও নিজেদের দুটি (এলপিএল ও প্রস্তাবিত টি-টেন লিগ) সহ বছরে মোট চারটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে লঙ্কান ক্রিকেটাররা।
অনাপত্তিপত্র না দেওয়া নিয়ে এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলপিএল ও টি-টেন লিগ সহ বছরে মোট চারটির বেশি লিগে অনুমতি দিব না ক্রিকেটারদের। এ কারণেই আমরা তাদের অনাপত্তি পত্র দিচ্ছি না।’
যদিও ইতিমধ্যেই শানাকা তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে ফেলেছেন এবছর। আইপিএলে খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে। এর আগে পিএসএলে খেলেছেন পেশওয়ার জালমির হয়ে। এছাড়া আইএলটিতে খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। এদিকে হাসারাঙ্গা আইপিএলে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। আইএলটিতে খেলেন ডেসার্ট ভাইপার্সের হয়ে।
এই প্রসঙ্গে অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, অতীতে এই ব্যাপারে নরম থাকলেও, ভবিষ্যতের জন্য তারা কঠোর হচ্ছেন। অনেক খেলোয়াড় দুটির বেশি বিদেশি লিগে খেললেও, ভবিষ্যতে এমনটা আর হবে না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post