স্পোর্টস ডেস্কঃ প্যারিস অলিম্পিকে আজ দুই বাংলাদেশি সোনিয়া আক্তার ও ইমরানুর রহমান খেলতে নেমে হিট থেকে বাদ পড়েছেন।
১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমানের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। কিন্তু প্যারিস অলিম্পিকে সেরাটা দেখাতে পারলেন না তিনি, বাদ পড়েছেন হিটে ষষ্ঠ হয়ে। ইমরানুর দৌড় শেষ করেছেন ১০.৭৩ সেকেন্ডে।
এদিকে, মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার সোনিয়া শেষ করেছেন ৩০.৫২ সেকেন্ডে। এই ইভেন্টে তার সেরা টাইমিং ৩০.১১। তিন নম্বর হিটে আট প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ এবং সব মিলিয়ে ৭৯ প্রতিযোগীর মধ্যে ৬৪তম হয়ে ছিটকে গেছেন তিনি। এই ইভেন্টে সোনিয়ার সেরা টাইমিং ৩০ দশমিক ১১ সেকেন্ড; যা গত এশিয়াডে করেছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০