স্পোর্টস ডেস্ক:: পাহাড়র-পর্বতের দেশ নেপাল। হিমালয় কন্যাখ্যাত দেশটির ক্রিকেট সমর্থকদের স্বপ্ন পূরণ হলো। পাহাড়ের চূড়ায় উঠলো ক্রিকেটের নতুন সূর্য্। প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে আসছে নেপাল। এশিয়া কাপে খেলতে হলে এসিসির মেন্স কাপে চ্যাম্পিয়ন হতে হবে। মেন্স কাপই এশিয়া কাপের বাছাই পর্ব।
নিজেদের মাঠে আয়োজিত এসিসি মেন্স কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ নিশ্চিত করলো সন্দীপ লামিচানরা। আগামি এশিয়া কাপে ক্রিকেট উৎসবে মেতে উঠবেন নেপালিরাও। নিজেদের মাঠে হাজার হাজার সমর্থকের প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নামা নেপাল মেন্স কাপের ফাইনালে সংযুক্ত আরব-আমিরাতকে হারিয়েছে।
দুই দিনে গড়ানো ম্যাচে আরব-আমিরাতে হারিয়ে নেপালি ক্রিকেটাররা মেতেছেন উৎসবে। প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচটি সমাপ্ত হয়নি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। মঙ্গলবার রিজার্ভ ডেতে আমিরাতকে হারিয়েছে স্বাগতিকরা। এসিসির মেন্স প্রিমিয়ার কাপের ফাইনালে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এই প্রথমবার এশিয়া কাপে খেলবে হিমালায়কন্যা বলে পরিচিত দেশটি।
কাঠমন্ডুতে সোমবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১১৭ রান করে আরব আমিরাত। কিন্তু বৃষ্টিত জন্য গতকাল শেষ হয় নি ম্যাচ। রান তাড়ায় রিজার্ভ ডে-তে আজ বড় জয় পায় নেপাল। যদিও দলীয় ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। তবে গুলশান ঝা’র ফিফটিতে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করল তারা।
গুলশান ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসটি ছিল ৬ ছক্কা ও ৩ চারে সাজানো। ভিম শারকি করেন ৩৬ রান। ৭২ বলে ৪ চার হাঁকান তিনি। আরব আমিরাতের হয়ে ২ উইকেট নেন রোহান মোস্তফা। আয়ান আফজাল খান নেন ১ উইকেট।
এর আগে আরব আমিরাতের আসিফ খানের ৪৬ রানের সুবাদে ১১৭ রান করে দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন আরিয়ান লারকা। নেপালের হয়ে ৪ উইকেট নেন ললিত রাজবানশি। ২টি করে উইকেট নেন সন্দিপ লামিচান ও করন খাত্রি ছত্রী।
বাছাই পর্ব পেরিয়ে আসা নেপাল মূল পর্বে খেলবে ভারত ও পাকিস্তানের গ্রুপে। চলতি বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। এতে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ছয় দলের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের গ্রুপ সঙ্গী হবে বাছাই পর্বে যোগ্যতা অর্জন করা নেপাল। অপর গ্রুপের তিন দল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০