স্পোর্টস ডেস্কঃ আল ফেইহার বিপক্ষে ম্যাচের আগে সৌদি প্রো লিগের আরেক তারকা ফুটবলার নেইমারকে পরিচয় করিয়ে দেয় আল হিলাল। কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার রাতের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে পরিচয় পর্ব সেরে মাঠে নামে দলটি। কিন্তু ম্যাচটি তারা জিততে পারে নি। আল ফেইহার বিপক্ষে ১-১ গোলের ড্র দেখেছেন ‘হিলালি’ নেইমার!
ম্যাচের আগে পরিচয় পর্বে নেইমার নিজেদের ‘হিলালি’ ঘোষণা দেন। তাঁর এই ঘোষণা দেওয়ার পর শুরু হয় ম্যাচ। পুরো সময় গ্যালারির ভিআইপি বক্সে বসে কাটিয়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার রাতে আল হিলালের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে ব্রাজিলিয়ান এই ফুটবলারের।
এদিকে শুধু নেইমারই নন, আল হিলাল গত রাতে পরিচয় করিয়ে দিয়েছে ম্যালকম ও ইয়াসিন বুনুকে। যদিও নেইমার-বুনুকে ছাড়া খেলতে নামে তারা। ম্যাচের ১৫ মিনিটের মাথায় ফ্যাশন সাকালার গোলে এগিয়ে যায় ফেইহা। তবে ৫ মিনিট পরেই আল হিলালকে সমতায় ফেরান আব্দুল্লাহ আল-হামদান। এই ড্রয়ে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে আল হিলাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০