নিজস্ব প্রতিবেদক:: সাভারের কেপিজে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তামিম ইকবাল। হুইল চেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তাঁকে তার পছন্দ মতো ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সাভারের ওই হাসপাতাল থেকে ছাড়পত্র নেন তামিম ইকবাল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন।
বিশেষ অ্যাম্বুলেন্সে করে সাভার থেকে ঢাকায় আনা হচ্ছে তামিম ইকবালকে। ইফতারের পরপরই কেপিজে হাসপাতাল ছাড়েন এই ক্রিকেটার। হাসপাতালটির কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘পারিবারিক সিদ্ধান্তেই তাঁকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানেও তিনি পর্যবেক্ষণেই থাকবেন।’
ডিপিএলের ম্যাচ চলাকালে বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। এরপর তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়। কিন্তুু সে সময় তামিমের পালস পাওয়া যাচ্ছিলো না। একজন ফিজিও টানা ২২ মিনিট ধরে সিপিআর দেন তামিম ইকবালকে। মূমূর্ষ অবস্থা দেখে হেলিকপ্টারে না উঠিয়ে তাকে পুনরায় সাভারের ওই হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা দ্রুত তামিমের হার্টে রিং পরান। এরপরই তামিমের জ্ঞান ফিরে আসে। সেখানে দু’দিন চিকিৎসা নেওয়ার পর বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার ঢাকার এভারকেয়ার হাসপাতালে আসেন।