স্পোর্টস ডেস্কঃ প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ হুয়ান গ্যাম্পার ট্রফিতে মাঠে নামছে বার্সেলোনা। কাতালানদের এবারের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব রোমা। পর্তুগিজ কোচ হোসে মরিনহোর অধীনে ন্যু ক্যাম্পে খেলতে আসবে ইতালির ক্লাবটি।
বার্সা-রোমা ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৬ অগাস্ট। লড়াই শুরু হবে রাত ৯টায়। এর আগেও গ্যাম্পার ট্রফিরে খেলেছে রোমা। ২০১৫ সালে বার্সার বিপক্ষে লিওনেল মেসি, নেইমার ও ইভান রাকিতিচের গোলে সেবার ৩-০ ব্যবধানে হেরেছিল ইতালির জায়ান্টরা।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি গ্যাম্পারের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এই ট্রফির ৫৭তম আসরের প্রতিপক্ষ ও খেলার তারিখ বুধবার এক বিবৃতিতে জানায় লা লিগার দলটি।
গত বছর প্রথমবারের মতো বার্সেলোনার পুরুষ দলের পাশাপাশি ক্লাবটির নারী দল খেলেছিল এই ম্যাচ। এবারও নারী দল খেলবে ঐতিহ্যবাহী এই ম্যাচ। প্রতিপক্ষ থাকছে রোমার নারী দল। কাতালান নারী দলের ম্যাচটি হবে বিকেল সাড়ে ৫টায়। এরপর ন্যু ক্যাম্পে ছেলেদের ম্যাচ রাত ৯টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০