স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্যারিয়ারে ২০০তম উইকেটের দেখা পেলেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের পেসার বাংলাদেশী ব্যাটার তাওহিদ হৃদয়কে আউট করে মাইলফলক স্পর্শ করেন। শুক্রবার চেন্নাইয়ে ১৯৮ উইকেট নিয়ে শুরু করেন বাঁহাতি এই পেসার।
টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম বলেই হারায় লিটন দাসের উইকেট। বোল্টের বলে ক্যাচ হয়ে ফেরেন এই ওপেনার। তাতে ১৯৯* উইকেটের ঘরে পৌঁছান বোল্ট। এরপর বাংলাদেশের ইনিংসের ৩৮তম ওভারে স্লোয়ারে হৃদয়কে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। তাতে ২০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই পেসার।
ষষ্ঠ নিউজিল্যান্ড বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট পেলেন বোল্ট। এদিকে সবচেয়ে কম ম্যাচে ২০০ উইকেট নেওয়া বোলারের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। মাত্র ১০২ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এছাড়া পাকিস্তানের সাকলাইন মুশতাক ১০৪ ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। বোল্টের লেগেছে ১০৭ ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post