নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ-শ্রীলঙ্কা মানেই বাড়তি উত্তাপ।মাঠ এবং মাঠের বাইরে তুমুল লড়াই।’নাগিন নাচ’ দিয়ে শুরু হওয়া দুই দেশের বিতর্ক তুঙ্গে উঠে বিশ্বকাপে ‘টাইমড আউট’ কাণ্ডের পর। সিলেটে টি-২০ সিরিজেও সেই উত্তেজনা থেকে যায়।
সিরিজের দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের আউট নিয়ে‘স্নিকো-বিতর্ক’ হয় বেশ। সিরিজের শেষ ম্যাচেও থাকলো এর রেশ। এবার তাওহীদ হৃদয় আউট হওয়ার বিবাদে জড়ান দুই দলের ক্রিকেটাররা।
বাংলাদেশের ব্যাটার তাওহীদকে ঘিরে ধরেন লঙ্কান ক্রিকেটাররা। দ্রুত দৌড়ে গিয়ে আম্পায়ার তানভীর আহমদ টিটু ও সৌম্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ইনিংসের তখন চতুর্থ ওভার। ওভারের প্রথম বলেই নুয়ান তুশারার বলে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন। এরপর হৃদয় উইকেটে এসে বোল্ড হয়ে যান। তখনি পরিস্থিতি উত্তপ্ত হয় মাঠে।
শ্রীলঙ্কার ফিল্ডারদের জটলার দিকে তেড়ে যান হৃদয়। লঙ্কানরাও তাকে ঘিরে ধরেন। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠে। আম্পায়ার তানভীর আহমদ, সৌম্য সরকার, তাইজুল ইসলামদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
তবে ওই সময় টিক কী ঘটে ছিলো সেটা অবশ্য জানা যায়নি এখনো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post