স্পোর্টস ডেস্কঃ পানি বিরতির পরই বোল্ড হয়ে গেলেন সাকিব আল হাসান। তাতে তাওহিদ হৃদয়ের সাথে ভাঙল তাঁর ১০১ রানের জুটি। ব্যক্তিগত ৮০ রানে বোল্ড হয়েছেন তিনি। শার্দুল ঠাকুরের বলে এজ হয়ে বোল্ড হন বাঁহাতি এই ব্যাটার।
৩৪তম ওভারে শার্দুল ঠাকুরের বল খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন সাকিব। ৮৫ বলে ৮০ রান করে ফিরে যান তিনি। ১৬০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৬ চার ও ৩ ছক্কায় এই ইনিংস সাজান সাকিব। উইকেটে এখন হৃদয়ের সঙ্গে শামিম হোসেন।
এর আগে ইনিংসের শুরুতে ফিরে যান ওপেনার লিটন দাস। টিকতে পারেন নি তানজিদ হাসান তামিমও। সুযোগ পাওয়া এনামুল হক বিজয় হয়েছেন ব্যর্থ। পাঁচে নামা মেহেদি হাসান মিরাজও থিতু হতে পারেন নি আজ।
রানের খাতা খোলার আগেই মোহাম্মদ শামির বলে বোল্ড হয়েছেন লিটন। শামির সুইং করে ভেতরে ঢোকা বলের লাইন বুঝতেই ব্যর্থ হয়েছেন বাংলাদেশের এই ওপেনার। ফলে শূন্য রানেই ফিরে যেতে হয় তাকে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তামিম। তিনি ১২ বলে ১৩ রান করে শার্দুল ঠাকুরের ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ১১ বলে ৪ রান করে আউট হয়েছেন এনামুল বিজয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০