নিজস্ব প্রতিবেদকঃ তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে উড়িয়ে চলতি বিপিএলে সপ্তম জয়ের দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ জয়ের ফলে ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট হলো তাদের। সমান পয়েন্ট আছে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সেরও, তবে দুইয়ে থাকা কুমিল্লা নেট রানরেটে পিছিয়ে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে জিতেছে কুমিল্লা। খুলনার ১৬৪ রানের জবাবে ২১ বল হাতে রেখে জয় পায় তারা। হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯১ রান করে। জাকের আলী অনিক খেলেন ক্যামিও ইনিংস। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় তিন রানের মাথায় অধিনায়ক লিটন দাসের বিদায়ে প্রথম উইকেট হারায় দলটি। তিন বলে দুই রান করে সাজঘরে ফেরেন লিটন। তার বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয় জুটি গড়ে উইল জ্যাকস। এই জুটিতে যোগ হয় আরও ৪১ রান।
দলীয় ৪৪ রানের মাথায় জ্যাকসের বিদায়ে ভাঙে এই জুটি। ১০ বলে ১৮ রান করে ফেরেন জ্যাকস। এরপর জনসন চালর্সকে নিয়ে দলকে এগিয়ে নেন হৃদয়। তবে এই জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ৮৪ রানের মাথায় বিদায় নেন চালর্স। আট বলে ১৩ রান করে ফেরেন তিনি। পরবর্তীতে জাকের আলিকে নিয়ে অসাধারণ এক জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। ৩১ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন জাকের।
এর আগে খুলনার হয়ে ওপেনার অ্যালেক্স হেলস ১৭ বলে ২২ ও আফিফ হোসেন ৩৩ বলে ২৭ রান করেন। তিনে নেমে এনামুল হক বিজয় খেলেন ১৩ বলে ১৮ রানের ইনিংস। চারে নামা বিদেশি এভিন লুইস ২০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন। পাঁচে নামা মাহমুদুল জয় ১৯ বলে ২৮ রান যোগ করেন। এছাড়া ওয়েন পার্নেল ১১ বলে ২০ রানের ইনিংস খেলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post