স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে শুক্রবার প্রতিপক্ষ হিসেবে খেললেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। পাল্লেকেলেতে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় গল টাইটান্সের ইনিংস থামে মাত্র ১১৭ রানে। জবাব দিতে নেমে জাফনার বাংলাদেশি ব্যাটার হৃদয় ঝড় তোলেন।
মাত্র ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থেকে দলকে ৮ উইকেটের বড় জয় এনে দিয়েছেন ডানহাতি ক্রিকেটার হৃদয়। বল হাতে গলের সাকিব নিয়েছেন ২ উইকেট। যদিও আগে ব্যাট হাতে রান পান নি বিশ্ব সেরা এই অলরাউন্ডার। হৃদয়ে এমন ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে রহমানউল্লাহ গুরবাজের হাফ সেঞ্চুরিতে সাকিবের গলকে ৪৪ বল হাতে রেখে হারিয়েছে জাফনা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে গল। আগের দুই ম্যাচে দ্যুতি ছড়ালেও এদিন ৯ বলে মাত্র ৬ রান করে আউট হয়েছেন সাকিব। বল হাতে তাদের একাই ধসিয়ে দিয়েছেন দুনিথ ওয়েল্লালাগে। ৪ ওভার বল করে মাত্র ১০ রান খরচায় তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট। গলের হয়ে ২ চার ও ২ ছক্কায় ২৪ বলে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। দুনিথ ফিরিয়েছেন শেভন ড্যানিয়েল, টিম সেইফার্ট, সাকিব আল হাসান ও সামারকনদের মতো তারকাদের। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
জয়ের জন্য ১১৮ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জাফনা। ইনিংসের তৃতীয় ওভারে সাকিবের হাতে বল তুলে দেন গলের অধিনায়ক দাসুন শানাকা। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি সাকিব। দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে চারিথ আসালঙ্কাকে ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার। প্রথম ওভারে ৪ রান দিয়ে এক উইকেট নিলেও পরের ওভারে খরুচে ছিলেন সাকিব। গুরবাজ ও হৃদয় সেই ওভার থেকে রান নেন ১৭। স্বদেশী সাকিবের লেংথ ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে ছক্কা মারেন হৃদয়। পরের বলে চার মেরেছেন মিড অফ দিয়ে।
গুরবাজ ৩৩ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। যদিও পঞ্চাশ পেরানোর গুরবাজকে বেশিক্ষণ টিকতে দেননি সাকিব। বাঁহাতি এই স্পিনারের ডেলিভারিতে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে বোল্ড হয়েছেন ৫৪ রান করা গুরবাজ। শেষ দিকে ধনাঞ্জয়া ডি সিলভাকে দুই ছক্কা মেরে জাফনার জয় নিশ্চিত করেন হৃদয়। ডানহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৪ রানে। ৪ ছক্কা ও ২ চারের মারে এই ইনিংস সাজান তিনি। হৃদয়কে সঙ্গ দেয়া ডেভিড মিলার অপরাজিত ছিলেন ৭ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post