হেডিংলি টেস্টে অভিষেক হচ্ছে জেমি ওভারটনের

0
31

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। এবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে ইংলিশরা। হেডিংলিতে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এই টেস্টে ইংল্যান্ডের টেস্ট ক্যাপ পেতে যাচ্ছেন জেমি ওভারটন। বুধবার এই খবর জানান অধিনায়ক বেন স্টোকস। তিনি নিশ্চিত করেন অ্যান্ডরসনের জায়গায় ওভারটনের একাদশে আসার বিষয়টি। প্রথম দুই ম্যাচে ১৮.৬৩ গড়ে ১১ উইকেট নেন অ্যান্ডারসন। গোড়ালিতে হালকা চোট পাওয়ায় ৩৯ বছর বয়সী পেসারকে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।

স্টোকস বলেন, ‘হেডিংলিতে অভিষেক হতে যাচ্ছে জেমি ওভারটনের। অ্যান্ডারসনকে পাচ্ছি না আমরা। এটা তার জন্য এটা দুর্ভাগ্য। কিন্তু সামনে ভারতের বিপক্ষে আমাদের বড় টেস্ট আছে। আমি নিশ্চিত নই তার চোট কতটা গুরুতর।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here