নিজস্ব প্রতিবেদকঃ ভারতের দেওয়া ২৪১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুর ওভারে ১৫ রান পায় অস্ট্রেলিয়া। জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারে ৩ বাউন্ডারি হাঁকান ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। অবশ্য পরের ওভারেই বোলিংয়ে এসে ভারতকে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ শামি। অজি ওপেনার ওয়ার্নারকে আউট করেছেন তিনি। ৩ বলে ১ চারে ৭ রান করে ফেরেন ওয়ার্নার।
এরপর মিচেল মার্শকে বেশিক্ষণ টিকতে দিলেন না বুমরাহ। দারুণ এক ডেলিভারিতে টপ অর্ডার ব্যাটারকে কট বিহাইন্ড করে দিলেন তিনি। একটি করে ছক্কা ও চারে ১৫ বলে ১৫ রান করেন মার্শ। স্টিভেন স্মিথকেও ফেরালেন বুমরাহ। পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। অবশ্য এরপরই বড় জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন ট্রাভিস হেড ও মার্নাশ লাবুশানে।
৯৫ বলে তিন অঙ্ক ছুঁলেন হেড। ১৪ চার ও ১ ছক্কায় এই মাইলফলকে পা রাখেন বাঁহাতি ওপেনার। চলতি বিশ্বকাপে দ্বিতীয় ও ওয়ানডেতে তার পঞ্চম সেঞ্চুরি এটি। বিশ্বকাপ ফাইনালে রান তাড়ায় দ্বিতীয় সেঞ্চুরি হেডের। প্রথমটি ১৯৯৬ সালে করেছিলেন অরবিন্দ ডি সিলভা, অস্ট্রেলিয়ার বিপক্ষেই। এবার এই তালিকায় নাম উঠল হেডের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ১৮৫ রান সংগ্রহ করেছে অজিরা। জয় থেকে বেশি দূরে নেই তারা।
Discussion about this post