হেনরির হ্যাটট্রিক ছাপিয়ে হারিসের বোলিং তোপ, বড় জয় পাকিস্তানের

0
68

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীনই শুরু হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বীপাক্ষিক সিরিজ। দুই দলের সিরিজের শুরুটা হয়েছে টি-টোয়েন্টি দিয়ে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮৮ রানের বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। স্বাগতিকদের সামনে ব্যাটে-বলে পাত্তায়ই পায়নি কিউইরা।

লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে ১৮২ রানে অলআউট হয়ে পাক শিবির। ইনিংসের শুরুটা ভালো না হলেও, মাঝে ফখর জামান ও সাইম আইয়ুবের ৭৯ রানের জুটিতে বড় পুঁজির ভিত পায় পাকিস্তান। তবে এই দুজনের বাইরে বলার মতো কেউ রান করতে পারেননি।

এর মাঝে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ম্যাট হেনরি। প্যাভিলিয়নে ফিরিয়েছেন শাদাব খান, ইফতেখার আহমেদ ও শাহীন শাহ আফ্রিদিকে। শেষ পর্যন্ত দলের রান ১৮০ পার হওয়ার পর থেমেছে পাকিস্তান। রান আউট হওয়ার আগে ২৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেন সাইম আইয়ূব। সমান রান কর‍তে গিয়ে ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছয় হাঁকান ফখর জামান।  ব্যর্থ হন দলের বড় দুই তারকা মোহাম্মদ রিজওয়ান (৮) ও বাবর আজম (৯)।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৩টি, অ্যাডাম মিলনে ও বেন লিস্টার ২টি করে উইকেট লাভ করেন।

১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে পড়ে মাত্র ১৫.৩ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে পড়ে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ২৭ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রান করেন মার্ক চাপম্যান। ২৪ বলে ২০ রান করেন অধিনায়ক টম লাথাম। ১৫ রান করেন জিমি নিশাম। এর বাইরে আর কেউ ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পারেননি।

পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ ৩.৩ ওভার বল করে ১৮ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেন। ইমাদ ওয়াসিম লাভ করেন ২ উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here