নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম টেস্টের নিজেদের প্রথম ইনিংসে ৪০৪ রান সংগ্রহ করে ভারত। প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৭৮ রান করেছিল লোকেশ রাহুলের দল। দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৩৩ রান তুলতেই দিন শেষে ৮ উইকেট হারিয়েছে টাইগাররা। এখনো ২৭১ রানে পিছিয়ে স্বাগতিকরা।
ভারতকে অলআউট করার পথে বাংলাদেশের দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ছিলেন দুর্দান্ত। চারটি করে উইকেট নিয়েছেন দু’জন। দিনের খেলা শেষে স্পিন কোচ রঙনা হেরাথ প্রশংসায় ভাসালেন মিরাজ, তাইজুলকে।
হেরাথ বলেন, ‘আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতে হবে। তাইজুল-মিরাজ ভালে করেছে। তারা তাদের শতভাগ দিয়েছে। আপনি যেমন বলেছেন ৮ উইকেট হারানো হতাশাজনক। কিন্তু এটাই টেস্ট ক্রিকেট। আরো তিনদিন বাকি আছে। আমাদের টিকে থাকতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।’
ভারতের করা ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাই ছিল বাজে। ইনিংসের প্রথম বলে নাজমুল হোসেন শান্ত ফিরেন। প্রথম বলেই উইকেট তুলে নিয়ে শুরুতেই বড় ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। ডানহাতি এই পেসার এরপর ফিরিয়েছেন অভিষিক্ত জাকির হাসান ও লিটন দাসকেও।
দলীয় ৫ রানে ইয়াসির আলি রাব্বীকে হারায় বাংলাদেশ। এমন জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন-জাকির। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। লিটন ফিরেছেন ২৪ রান করে। আর অভিষিক্ত জাকিরের ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ২০ রান।
মিডল অর্ডারে সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-নুরুল হাসানরাও ছিলেন ব্যর্থ। কুলদীপ যাদবের স্পিন ভেল্কিতে টিকতে পারেন নি কেউই। দ্বিতীয় দিনে একাই ৪ উইকেট শিকার করেছেন কুলদীপ। এছাড়া মোহাম্মদ সিরাজ নিয়েছেন ৩ উইকেট। অন্য উইকেটটি উমেশ যাদবের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০