স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে উলভস। শনিবার রাতের ম্যাচে উলভসের কাছে ২-১ গোলে হেরেছে সিটি।
চ্যাম্পিয়ন আর্লিং হল্যান্ডদেরও দায় আছে এই হারে। নিজেরা নিজেদের জালে গোল করে এগিয়ে দেন প্রতিপক্ষকে। যেই সুযোগ কাজে লাগিয়ে টেবিলের শীর্ষে থাকা সিটিকে হারিয়েছে উলভস।
উলভস প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ১৩তম স্থানে আছে। অথচ এই দলটিই হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়নদের। যারা এই মৌসুমে টেবিল টপার।
মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের লড়াইয়ে পিছিয়ে পড়েন হল্যান্ডরা। ম্যাচের ১৩তম মিনিটে রুবেন ডায়াস গোল করে এগিয়ে দেন প্রতিপক্ষকে। সিটির আত্মঘাতী এই গোলে উলভস এগিয়ে যায় ১-০ ব্যবধানে। লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে দলটি।
নিজেদের ভুলে পিছিয়ে পড়া সিটি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে সমতায়ও ফেরে দলটি। ৫৮তম মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে সিটি স্কোর লাইন ১-১ করে ফেলে।
সমতায় ম্যাচ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চ্যাম্পিয়নরা। মিনিট ছয়েক পরেই উলভস দারুণ এক গোলে লিড নেয়। ৬৬তম মিনিটে হোয়াং হি-চ্যান দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। পিছিয়ে পড়া সিটি আর ম্যাচে ফিরতে পারেনি। হার নিয়েই মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post