স্পোর্টস ডেস্কঃ প্রাক মৌসুম এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে পাত্তাই পায় নি রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে যুক্তরাষ্ট্রে তারা হার দেখেছে ৩-০ গোলে। যুক্তরাষ্ট্রের আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে এই লড়াইয়ে দুই দলই মাঠে নেমেছিল শক্তিশালী একাদশ নিয়ে। ৪-৩-৩ ফরমেশনে রিয়াল আক্রমণভাগে খেলিয়েছে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং জুড বেলিংহামের মতো তারকাদের।
অন্যদিকে বার্সা রবার্ত লেভানডফস্কি, উসমান দেম্বেলে এবং পেদ্রিদের সঙ্গে রেখেছিল ম্যান সিটি থেকে আসা ইলকায় গুন্দোয়ানকেও। তবে খানিকটা তরুণদের সমন্বয়ে গড়া একাদশ নিয়ে পরীক্ষা চালিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু তাঁর দলের ফুটবলাররা বার্সার জালে কোনো গোল করতে পারেন নি। স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র।
সবমিলিয়ে হারে হতাশ হলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। সাক্ষাৎকারে এই ইতালিয়ান কোচ বলেন, ‘এই ফলাফল আমাদের কষ্ট দিচ্ছে তবে এটা গুরুত্বপূর্ণ নয়। অনেক ইতিবাচক দিকসহ এটি একটি ভালো ম্যাচ ছিল। তবে মনে হয়েছিল যে তাদের গোলবারে একটি প্রাচীর বসানো ছিল। এক ম্যাচে বারপোস্টে পাঁচটি শট লেগে ফিরে আসা শেষ কবে দেখেছি মনে নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post