হেলসকে প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন আফ্রিদী

0
100

স্পোর্টস ডেস্ক:: মাত্র ১৩৮ রানের পূঁজি নিয়ে দারুণ শুরু করলো পাকিস্তান। প্রথম ওভারেই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদী। দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে বাটলার-হেলস দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে ছিলেন। এবার শুরুতেই ফিরলেন হেলস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৩ ওভারে এক উইকেটে ১৫ রান তুলেছে ইংল্যান্ড। ১৪ রানে বাটলার ও শুন্য রানে পিল সল্ট অপরাজিত আছেন।

এর আগে ফাইনালে ব্যাটারদের ব্যর্থতায় ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে থামে পাকিস্তান। ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা খুব একটা ভাল হয়নি। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দলীয় ২৯ রানের মাথায় প্যাভেলিয়নে ফেরার আগে তিনি ১৪ বলে করেন ১৫ রান। তার বিদায়ের পর পাকিস্তান দ্বিতীয় উইকেটও হারায় দ্রুত। অর্ধশতকের আগেই সাজঘরে ফিরেন হারিস। অষ্টম ওভারের প্রথম বলে দলীয় ৪৫ রানের মাথায় ১২ বলে ৮ রান করা হারিসকে ফেরান রশিদ।

তৃতীয় উইকেটে শান মাসুদের সঙ্গে জু্টি গড়ার চেষ্টা করেন বাবর। তবে সফল হতে পারেননি। ৩৯ রানের জুটি গড়ে বাবর তৃতীয় উইকেটে সাজঘরে ফিরেন দলীয় ৮৪ রানের মাথায়। ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে পাক অধিনায়ক বিদায়ের আগে দুই চারে ২৮ বলে ৩২ রান করেন।

অধিনায়কের বিদায়ের পরের ওভারের দ্বিতীয় বলে, অর্থাৎ ১৩তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮৫ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ৬ বল খেলে কোনো রান সংগ্রহের আগেই ইফতিখার ফিরেন সাজঘরে। তার বিদায়ের পর ১৭তম ওভারের তৃতীয় বলে দলীয় ১২১ রানে পঞ্চম উইকেটে সাজঘরে যান শান মাসুদ। দুই চার ও এক ছয়ে ২৮ বলে ৩৮ রান করেছেন তিনি।

পরের ওভারেই ষষ্ঠ উইকেট হারায় বাবর আজমের দল। ১৮তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১২৩ রানে ষষ্ঠ উইকেটে সাজঘরে যান ১৪ বলে ২০ রান করা শাদাব খান। এরপর ৭ বলে ৫ রানে নেওয়াজ ও ৮ বলে ৪ রানে ওয়াসিম ফিরেন প্যাভেলিয়নে। ১ রানে হারিস ও ৫ রানে শাহিন শাহ আফ্রিদী অপরাজিত থাকেন। পাকিস্তান থামে ৮ উইকেটে ১৩৭ রানে।

ইংল্যান্ডের হয়ে স্যাম কুরান ৩টি, আদিল রশিদ ও ক্রিস জর্ডান ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here