নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে টানা দ্বিতীয় হার দেখল সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে আরিফুল হকের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান করে সিলেট। রান তাড়ায় অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পায় রংপুর। আসরে সিলেটের বিপক্ষে এটি তাদের টানা দ্বিতীয় জয়।
সোমবার সিলেটের করা ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আজিজুল হাকিম তামিমের উইকেট হারায় রংপুর। কোনো রান না করেই সিলেটের পেসার তানজিম হাসান সাকিবের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তামিম। এ নিয়ে টানা তিন ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হলেন অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। দ্রুত উইকেট হারালেও হেলস-সাইফ জুটি রংপুরের রানের চাকা রাখেন সচল। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে ১৮৬ রানের জুটি গড়েন।
সাইফ ৪৯ বলে ৮০ রান করেছেন। বাংলাদেশি এই ব্যাটার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেও ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছেন হেলস। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে ১৮৬ রানের জুটি গড়েন। সাইফ ৪৯ বলে ৮০ রান করেছেন। বাংলাদেশি এই ব্যাটার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেও ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছে৫৬ বলে ১০ চার এবং ৭ ছক্কার মারে ১১৩ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ইফতিখার ৪ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। সিলেটের পেসার তানজিম সাকিব ৪ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট।
এর আগে রনি তালুকদার ও জাকের আলীর ব্যাটে ২০৫ রানের বিশাল পুঁজি পেয়েছিল সিলেট। ঘরের মাঠে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার ও জজ মান্সির ব্যাটে দারুণ শুরু পায় সিলেট। ১২ বলে ১৮ রান করে মান্সি সাজঘরে ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। মান্সি ফেরার পরও রানের গতিতে ভাটা পড়েনি। তিনে নেমে রনির সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসান। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩২ বলে ৫৪ রান করেছেন মান্সি। আর জাকিরের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৫০ রান।
এদিন চার নম্বরে ব্যাট করতে নামেন পল স্টার্লিং। ব্যাটিং পজিশন বদল করেও সুবিধা করতে পারেননি এই আইরিশ ব্যাটার। ১৬ বল খেলে ১৬ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। তবে মিডল অর্ডারে সিলেটের রানের গতি ঠিক রেখেছেন অ্যারন জোন্স। এক চার আর ৪ ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৮ রান করেছেন তিনি। শেষদিকে উইকেটে এসে রীতিমতো ঝড় তোলেন জাকের আলি। ৫ বল খেলে ৩ ছক্কায় অপরাজিত ২০ রান করেন তিনি। লোকাল বয়ের ক্যামিওতে সিলেটের রানও দুইশ স্পর্শ করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০