স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের জয় ৩ উইকেটের ব্যবধানে। প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১২৭ রান করে লঙ্কানরা।
জবাব দিতে নেমে চাপে পড়েও শেষ পর্যন্ত জয়ে মাঠ ছাড়ে অ্যারন ফিঞ্চের দল। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল সফরকারীরা। লঙ্কানদের করা ১২৪ রান তারা পেরিয়ে গেছে ১৩ বল বাকি থাকতে।
জবাবে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নার (২১) ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের (২৪) ব্যাটে স্বাচ্ছন্দ্যে ছিল অজিরা। তবে স্বাগতিক দলের ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন জাদুতে ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের আশঙ্কা জন্মে অস্ট্রেলিয়া শিবিরে।
এরপর ম্যাথু ওয়েডের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩ বল বাকি থাকতে জয় পায় অস্ট্রেলিয়া। ওয়েড সর্বোচ্চ ২৬ রানে অপরাজিত থাকেন, হয়েছেন ম্যাচ সেরাও। ঝাই রিচার্ডসন টেস্ট মেজাজে ব্যাট করে ২০ বলে করেছেন ৯ রান। অপরাজিতই ছিলেন তিনি। স্বাগতিকদের পক্ষে হাসারাঙ্গা ৪টি উইকেট পান।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং দানুসকা গুনালিথালাকার উইকেট হারায় লঙ্কানরা। এরপর চারিথ আশালঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে ৬৬ রানের জুটি গড়ে তোলেন। ৩৯ রান করেন আশালঙ্কা এবং ৩৬ রান করেন মেন্ডিস।
ভানুকা রাজাপাকসে ১৩, দাসুন শানাকা ১৪ এবং হাসারাঙ্গা ১২ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কেন রিচার্ডসন ৪টি এবং ঝাই রিচার্ডসন নেন ৩ উইকেট। ২ উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০