স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘের সাথে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। টানটান উত্তেজনার ম্যাচটি শেষ হয়েছে গোল শুন্য সমতায়।
মঙ্গলবার ম্যাচের প্রথম থেকেই দুই দল নিজেদের রক্ষণ আগলে রেখে আক্রমণাত্মক খেলেছে।
চট্টগ্রাম আবাহনী ম্যাচের প্রথমার্ধে তিন-চারটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বন্দর নগরীর দলটি। খেলা ৪০ মিনিটের মাথায় দলপতি মামুনুল ইসলামের বাঁকানো কর্নার থেকে গোলের সম্ভাবনা জেগেছিল। ৪৫ মিনিটের মাথায় মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে লিওনেল সেইন্ট প্রিয়াক্সের হেড গোলবার মিস করলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৫৯ মিনিটের মাথায় আরামবাগের সাজিদুর রহমানের বাড়ানো বল থেকে শট নিয়েছিলেন কেস্টার আকন। তবে, তা থেকেও কোনো গোল আসেনি। ৭০ মিনিটের পর চট্টগ্রামের দলটি নিজেদের আক্রমণের ধার বাড়িয়ে খেলতে থাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০