নিজস্ব প্রতিবেদকঃ টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টির পর মিরপুরে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতেও ইংলিশদের নাকানিচুবানি খাওয়ায় সাকিব-শান্ত-লিটনরা।
যদিও সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক সাকিব জানিয়েছে, বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের কথা চিন্তা করেননি। সাকিব বলেন, ‘না। ওইভাবে ছিল না (হোয়াইট ওয়াশ নিয়ে ভাবনা)। আমরা সিরিজ শুরুর আগে আসলে চিন্তাও করিনি ম্যাচ জিততে হবে বা অন্য কিছু। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি।’
‘তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখা, বোলিংয়ে, ফিল্ডিংটা আমাদের তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ ফিল্ডিং করেছে। যেটা আমাদের বিশেষত টি-টোয়েন্টিতে যেখানে ২-৪-১০-১৫-২০ ডিফারেন্স মেক করে, ওই জায়গাতে অনেক বড় টিক মার্ক দিয়েছি।’
সাকিব আরো যোগ করেন, ‘আসলে তুলনা করতে চাই না কোনো সিরিজের সঙ্গে কোনো সিরিজ। প্রতিটা ম্যাচ জেতা আমাদের জন্য জেতা গুরুত্বপূর্ণ। যেভাবে খেলি জিতেছি, বিশেষত টি-টোয়েন্টিতে খুব বেশি সময় জিতিনি। ওদিক থেকে আমরা সন্তুষ্ট।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post