হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশের দুই পরিবর্তন, একাদশে তাসকিন

0
51

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। আর সেই ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।

যেখানে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত।

এই ম্যাচে  বাংলাদেশ নিজেদের একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে। বাজে পারফম্যান্সের কারণে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া কম্বিনেশনের কারণে বাদ পড়তে হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলি রাব্বি ও তাসকিন আহমেদ। এর মধ্যে তাসকিন ইনজুরি থেকে ফিরেছেন।

অপরদিকে ভারত একাদশেও এসেছে পরিবর্তন। দুটি পরিবর্তন এনেছে সফরকারীরা। ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও পেসার দীপক চাহারের। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষাণ ও কুলদীপ যাদব। শেষ মূহুর্তে ভারত দলে যুক্ত করা হয়েছিল কুলদীপকে।

ইতিমধ্যেই ঢাকায় প্রথম দুই ওয়ানডে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের জন্য নিয়ম রক্ষার ম্যাচই তাই তৃতীয় ওয়ানডে। তবে একইসাথে হোয়াইটওয়াশেরও। ভারতকে ‘বাংলাওয়াশের’ তিক্ততা দেওয়ার সুযোগ টাইগারদের সামনে। অপরদিকে ভারতের সামনে মান বাঁচানোর লড়াই এটি। সিরিজের প্রথম দুই ম্যাচে একেবারে কাছে গিয়ে হেরেছে মেন ইন ব্লু’রা। শেষ ম্যাচ জিতে এখন হোয়াইটওয়াশ এড়াতে চায় ভারত।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here