নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে।
সেই টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে বাদ পড়েছেন এবাদত হোসেন। এছাড়া একাদশে নেই হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
তাদের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। একজন পেসারের পরিবর্তে একজন বাড়তি স্পিনার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ দল।
বাংলাদেশের সামনে দীর্ঘ ৯ বছর পর ঘরের মাঠে ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা চোখ রাঙাচ্ছে। সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। যে ফরম্যাটে দুর্দান্ত সময় পার করছে দল, সেখানে এমন হোঁচট লিটনদের জন্য দুঃশ্চিন্তার কারণ। তবে টাইগাররা ঘুরে দাঁড়াতে মরিয়া। শেষ ম্যাচ জিতে মান বাঁচাতে চায় বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা