নিজস্ব প্রতিবেদক:: ঘরের মাঠে টানা সিরিজ জয়ে পড়েছে ছেদ। সাত বছর পর প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও সিরিজ জয় হলো না তামিম ইকবালদের। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সাগরিকায় বাংলাদেশ দল। হোয়াইটওয়াশ এড়াতে লাকি ভেন্যুতে কাল মাঠে নামবে তামিম ইকবালের দল। জহুর আহমেদে আগের ওয়ানডে সিরিজ গুলোতে ট্রফি উঁচিয়ে ধরতো বাংলাদেশ দল, সিরিজ জয় উৎসব করতো, এবার সেই সাগরিকায় লড়তে হবে মান বাঁচানোর জন্য।
দুপুর ১২টায় তামিম-সাকিবরা মাঠে নামবেন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে। প্রথম ম্যাচ ৩ উইকেটে ও ১৩২ রানে দ্বিতীয় ম্যাচ হারা বাংলাদেশের সামনে এখন কেবল মান বাঁচানোর লড়াই। টাইগাররা পারবে কি সিরিজের শেষ ম্যাচে জিততে?
ওয়ানডে সিরিজ শেষেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-২০ সিরিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি ৯ মার্চ দুপুর ৩টায় শুরু হবে। শেষ দুই টি-২০ ম্যাচ ১২ ও ১৪ মার্চ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post