নিজস্ব প্রতিবেদক:: টি-২০ ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চ্যাম্পিয়নের খেতাব নিয়ে মাঠে নামার প্রথম সিরিজেই ধবল ধোলাইয়ের শঙ্কায় ইংল্যান্ড। তিন ম্যাচের টি-২০ সিরিজে খুঁইয়েছে প্রথম দুই ম্যাচেই। তৃতীয় ম্যাচ হারলো হয়ে যাবে বাংলাওয়াশ।
জস বাটলারের দল এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার টি-২০ সিরিজে মাঠে নেমেছিলো ইংল্যান্ড। সিরিজ শুরুর আগের দিন দলটি জানিয়েছে, বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়নের ছাপ রেখে যেতে চায়। সেই দলটাই সিরিজ খুঁইয়েছে। এখন হোয়াইটওয়াশের মুখে দাঁড়িয়ে।
স্বাগতিক বাংলাদেশ দল দাপুটে খেলে সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ হাতে রেখেই। দুর্বার টাইগারদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি ইংলিশরা। ব্যাটে-বলে সেরা পারফর্ম করে বাংলাদেশ জিতে নিয়েছে সিরিজ। ১৬ বছরের উপেক্ষার জবাবও দিয়েছে সাকিবের দল।
১৬ বছর আন্তর্জাতিক টি-২০ খেলে আসছে বাংলাদেশ দল। অথচ ইংল্যান্ড কখনোই পাত্তা দেয়নি টাইগারদের। সিরিজ খেলতে নিজেদের দেশে আমন্ত্রণ জানানো দূরের কথা, ঢাকায়ও আসেনি সিরিজ খেলতে। ২০২১ আইসিসি টি-২০ বিশ্বকাপে বাধ্য হয়েছিলো বাংলাদেশের সঙ্গে খেলতে। সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ছিলো দলটি।
তবে দ্বিতীয় দেখায় বাংলাদেশ সেই প্রতিশোধ নেয়। চট্টগ্রামে দুই দলের দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় এবং দুই দলের তৃতীয় টি-২০ ম্যাচটিও মিরপুরে জিতে নিয়েছে বাংলাদেশ। সাকিবদের লক্ষ্য এখন একটাই, প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।
মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে দুই দলের শেষ টি-২০ ম্যাচটি। সিরিজের শেষ ম্যাচটিতে বাংলাদেশ জিতলেই ধবল ধোলাই হয়ে ঢাকা ছাড়তে হবে মঈন, বাটলার, আর্চারদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০