স্পোর্টস ডেস্ক:: দেশের ক্রীড়াঙ্গণের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)’র ওয়েবসাইট হ্যাক হয়েছে। মঙ্গলবার দিনের কোনো এক সময় হ্যাকাররা এনএসসির ওয়েবসাইট নিজেদের নিয়্ন্ত্রণে নিয়ে নেয়।
সন্ধ্যা সাতটায় এনএসসির ওয়েবসাইট nsc.gov.bd ভিজিট করে দেখা যায়, তখনো হ্যাকারদের নিয়ন্ত্রণে ওয়েবসাইটটি। ‘সাইবার ফোর্স সনাতনী’ নামের হ্যাকারদের একটি গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করেছে।
জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে লিখেছেন, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’। ওয়েবসাইটে হিন্দু ধর্ম এবং হিন্দু দেবদেবীদের প্রতি শ্রদ্ধা করার বার্তা দিয়েছে হ্যাকাররা। হ্যাকাররা দাবি করেছে বাংলাদেশে সাম্প্রদায়িক নিপীগড়ন হচ্ছে।
দেশে সনাতন ধর্মী মানুষের উপর নিপীড়ন বন্ধ না হলে সব সরকারি ওয়েবসাইট হুমকিরও বার্তা দেওয়া হয়েছে এনএসসির ওয়েবসাইটে। বিষয়টি নিয়ে এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। আমরা এটা পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০