স্পোর্টস ডেস্কঃ দলের অভিজ্ঞ পেসার জস হ্যাজেলউডকে নাগপুর টেস্টে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা অজি শিবিরে। এর আগে মিচেল স্টার্কও ছিটকে গেছেন। এবার তারা হারাল হ্যাজেলউডকে। জানা গেছে বাম পায়ের চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।
হ্যাজেলউডের ছিটকে পড়ার খবর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি দিল্লিতে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত তিনি। ডানহাতি এই পেসার মাঠে নামতে না পারলে দেশের বাইরে টেস্টের দরজা খুলে যেতে পারে স্কট বোল্যান্ডের। অজি এই পেসার অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬টি টেস্টে মাঠে নেমেছেন। তিনি ৬টি টেস্টেই খেলেছেন দেশের মাঠে।
আগামী বৃহস্পতিবার নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট। সিরিজের বাকি তিন টেস্ট হবে দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে দুই দলের জন্য এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ।
Discussion about this post