স্পোর্টস ডেস্ক:: রোমাঞ্চকর, উত্তেজনায় ঠাসা ম্যাচে একে একে এলো সাত গোল। সাত গোলের ম্যাচে এসেছে হ্যাটট্রিক। আর তাতেই কপাল পুড়েছে করিম বেনজেমাদের আল ইত্তিহাদের। আল হিলাল মিত্রোভিচের হ্যাটট্রিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আল ইত্তিহাদকে।
সৌদীর প্রো লিগে রাতের ম্যাচে বড় লিড নিয়েও জিততে পারেনি বেনজেমাদের ইত্তিহাদ। আল হিলালের জয়ের নায়ক আলেকসান্ডার মিত্রোভিচ। তিনি একাই হারিয়ে দিয়েছেন ইত্তিহাদকে।
ম্যাচের শুরুতেই লিড নেয় আল ইত্তিহাদ। ১৬ তম মিনিটে রোমারিনহোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বেনজেমার দল। মিনিট চারেক পরেই সমতায় ফেরে হিলাল। ম্যাচের ২০তম মিনিটে মিত্রোভিচ দলকে সমতায় ফেরান।
১-১ গোলে সমতায় থাকা ম্যাচে ইত্তিহাদকে এবার এগিয়ে দেন করিম বেনজেমা। ম্যাচের ৩৮তম মিনিটে ফরাসি তারকার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। বিরতির আগে প্রথমার্ধের যোগ করা সময়ে হামাদাল্লাহ ব্যবধান আরো বাড়ান। ৩-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় ইত্তিহাদ।
তবে বিরতির পরের গল্পটা কেবল আল হিলালেরই। আলেকসান্ডার হ্যাটট্রিক পূর্ণ করে দলকে সমতায় ফেরান। সেলিম আল ডুসারি নিশ্চিত করেন দলের জয়। ম্যাচের ৬০তম মিনিটে মিত্রোভিচ নিজের জোড়া গোল পূণৃ করে ব্যবধান করেন ৩-২। মিনিট পাঁচে পরেই পেনাল্টি পেয়ে যায় হিলাল। হ্যাটট্রিক পূর্ণ করে ৬৫তম মিনিটে দলকে সমতায় ফেরান এই তারকা।
৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচে আর গোলের দেখা পায়নি ইত্তিহাদ। ৭১তম মিনিটে সেলিম আল ডুসারি ইত্তিহাদ শিবিরকে স্তব্ধ করে দেন। আল হিলালকে এগিয়ে দেন ৪-৩ ব্যবধানে। ম্যাচের বাকীটা সময় ইত্তিহাদ আর সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় করিম বেনজেমাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post