হ্যাটট্রিক করে সবাইকে ছাড়িয়ে গেলেন রশিদ খান

0
58

স্পোর্টস ডেস্কঃ ইতিহাস গড়লেন রশিদ খান। গুজরাট টাইটান্সকে আইপিএল ইতিহাসে প্রথমবার হ্যাটট্রিকের স্বাদ পাইয়ে দিলেন এই লেগ স্পিনার। রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করলেন আফগান এই ক্রিকেটার। চলতি আইপিএলে রশিদের হ্যাটট্রিকই প্রথম।

আহমেদাবাদে কলকাতার আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে আউট করে হ্যাটট্রিক করেন গুজরাটের অধিনায়ক রশিদ। প্রথম বলেই গুগলিতে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন বিধ্বংসী রাসেল। পরের বলে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন আরেক ক্যারিবিয়ান তারকা নারাইন। তৃতীয় বলে শার্দুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রশিদ।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক এখন রশিদ। এই আফগান লেগ স্পিনার ছাড়িয়ে গেলেন সবাইকে। ২০ ওভারের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে চারটি হ্যাটট্রিক করলেন রশিদ। তিনটি করে হ্যাটট্রিক আছে অ্যান্ডু টাই, মোহাম্মদ শামি, অমিত মিশ্র, আন্দ্রে রাসেল ও ইমরান তাহিরের।

আইপিএল ছাড়া রশিদের হ্যাটট্রিক আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বিগ ব্যাশে। তার আগের তিন হ্যাটট্রিকের একটি আফগানিস্তান জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে। রশিদের রেকর্ড গড়া ম্যাচটি গুজরাটের হাতের মুঠো থেকে ছিটকে গেছে। শেষ ওভারে ২৯ রানের সমীকরণ মিলিয়ে কলকাতাকে জিতিয়েছেন রিংকু সিং।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here