স্পোর্টস ডেস্ক:: একটি ফুটবল ম্যাচ উপভোগ্য হতে আর কি লাগে! প্রথম আধঘন্টার মধ্যেই হ্যাটট্রিক, পেনাল্টি হলো, লাল কার্ডও প্রদর্শন হলো। আরো হলো দুই হালির বেশি গোল। চ্যাম্পিয়ন্স লিগে এমন থ্রিলার ম্যাচ উপহার দিয়েছে বার্সেলোনা ও বেনফিকা। ৫-৪ গোলের ম্যাচটি জিতে নকআউট পর্বও নিশ্চিত করলো বার্সা।
হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি বেনফিকার ভ্যাগলিস পাভলিদিস। তার হ্যাটট্রিক বৃথা গেছে। গত রাতের ম্যাচে প্রথম আধাঘন্টায় ৩-১ গোলে এগিয়ে যায় বেনফিকা। দলটির গোলের হালি পূরণ হয় রোনাল্ড আরাহুর আত্মঘাতি থেকে।
বেনফিকা আবারো বার্সাকে দু’টি পেনাল্টি উপহার দিয়েছে। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। দুই পেনাল্টি থেকেই গোল আদায় করেছেন রবার্ট লেভানডফস্কি। ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ৬৪ মিনিটে এক গোল করার পর যোগ করা সময়ে দেখার মতন আরেক গোল করে দলকে জেতান, অন্য গোল আসে এরিক গার্সিয়ার কাছ থেকে।
৯৯ মিনিটের ম্যাচটি ছিলো উত্তেজনায় ঠাসা। দুই দল মিলিয়ে পেনাল্টি হয় মোট তিনটি। যার দু’টি পায় বার্সা। দু’টি সুযোগ কাজে লাগায় দলটি। হ্যাটট্রিক করেন বেনফিকার পাভলিদিস, আত্মঘাতি গোলে আরাহু বার্সার হারের শঙ্কা জাগিয়ে তুলেন। পরে দেখা মিলে ঘুরে দাঁড়ানোর। হেরে মাঠ ছাড়ার আগে লাল কার্ডও দেখে বেনফিকা। আর্থার ক্যাবরাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাচ শেষের কিছু আগে।
বার্সার জয়ের নায়ক ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। দারুণ খেলা এই তারকা ৬৪ মিনিটে হেডে পান প্রথম গোল। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে বক্সে ঢুকে দারুণ শটে দলকে এনে দেন জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০