স্পোর্টস ডেস্কঃ গত মৌসুমে ১২ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি, ১৯৯৪ সালের পর লিগে যা তাদের সবচেয়ে খারাপ অবস্থান। নতুন মৌসুম সামনে রেখে কোচের দায়িত্ব দেওয়া হয় মাওরিসিও পচেত্তিনোকে। আর্জেন্টাইন কোচের হাত ধরে শুরুটা মন্দ হয় নি ব্লুজদের।
লিগে নিজের প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেলসি। তবে এই ম্যাচে চোট পান দলটির অধিনায়ক রিস জেমস। অলরেডদের বিপক্ষে শুরুর একাদশে থাকা এই ডিফেন্ডারকে ৭৭ মিনিটে উঠিয়ে নেন পচেত্তিনো। জানা যায়, হ্যামস্ট্রিংয়ে চোট পান ২৩ বছর বয়সী জেমস।
গত মৌসুমেও চোটের কারণে লম্বা সময় বাইরে ছিলেন জেমস, খেলতে পেরেছিলেন কেবল ১৬টি প্রিমিয়ার লিগ ম্যাচ। ২০২২ সালের অক্টোবরে পাওয়া হাঁটুর চোটে বিশ্বকাপেও খেলতে পারেননি এই ইংলিশ ডিফেন্ডার। এবার নতুন মৌসুমের শুরুতে তাঁকে হারাল চেলসি।
এদিকে প্রাক-মৌসুমে চেলসি হারায় ক্রিস্তোফার এনকুনকুকে। আরবি লাইপজিগ থেকে এই মৌসুমে প্রিমিয়ার লিগের দলটিতে এসে চোট পান এই ফরাসি ফরোয়ার্ড। তাকে হারানোর পর স্টামফোর্ড ব্রিজের দলটি সার্ভিস পাবে না জেমসেরও। তাই বেশ হতাশ চেলসি কোচ পচেত্তিনো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০