স্পোর্টস ডেস্কঃ টটেনহাম ছেড়ে এই মৌসুমে বায়ার্ন মিউনিখে নাম লেখানো হ্যারি কেইন যেন উড়ছেন। ফর্মের তুঙ্গে থাকা এই ইংলিশ ফরোয়ার্ডকে নিয়ে উচ্ছ্বসিত তার বায়ার্ন মিউনিখ সতীর্থ থমাস মুলার। তার মতে, কেইনের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়।
বুন্দেসলিগায় সবশেষ রাউন্ডে হেইডেনহেইমের বিপক্ষে জোড়া গোল করেন কেইন। তাঁর জোড়া গোলে বায়ার্ন জেতে ৪-২ ব্যবধানে। এই জয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বায়ার্ন এবং এর মধ্য দিয়ে কেইন ভাঙলেন বুন্দেসলিগার গোলের একটি রেকর্ডও।
টটেনহাম থেকে এ মৌসুমে বায়ার্ন মিউনিখে আসা কেইন ম্যাচের পর ম্যাচে গোলও করে যাচ্ছেন। সব মিলিয়ে ১১ লিগ ম্যাচে তাঁর গোল সংখ্যা এখন ১৭, যা কি না ১১ ম্যাচ শেষে বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ গোল করেছিলেন রবার্ত লেভানডফস্কি। এবার লেভার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন ইংলিশ অধিনায়ক।
কেইনকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন অভিজ্ঞ ফরোয়ার্ড মুলার। তিনি বলেন, ‘আমার বিশ্বাস সে যে কোনো কিছুই করতে পারে। আমাদের শুধু তাকে জায়গা মতো রাখতে হবে। সে যদি বক্সের কাছাকাছি বা ভেতরে কোনো জায়গায় থেকে শট নিতে পারে, তাহলে বল জালে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভিন্ন কিছু বলতে পারব না। (কেইনের) পারফরম্যান্সই কথা বলছে। তাই এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post