হ্যারি কেইন ও বেলিংহ্যামকে দলে নিচ্ছে রিয়াল মাদ্রিদ

0
79

স্পোর্টস ডেস্ক:: মৌসুমটা ভালো যায়নি রিয়াল মাদ্রিদের। ইউরোপের সফল দলটি একমাত্র কোপা দেলরে ছাড়া জিততে পারেনি কিছুই। সাফল্যহীন মৌসুম কাটানোর পর দল গুছাতে শুরু করেছে মাদ্রিদরা।

নতুন মৌসুমে আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে চায় রিয়াল। সেজন্য তারকাদের দিকেই নজর দিচ্ছে। আপাতত তাদের টার্গেট হ্যারি কেইন ও জুব বেলিংহ্যামকে। আছেন পিএসজির তারকা আশরাফ হাকিমিও। রোনালদোর দিকেও নজর আছে ক্লাবটির।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পরই নড়েচড়ে বসেছেন ক্লাব কর্মকর্তারা। আগামি মৌসুমে তারা ফিরতে চান স্বরূপে। মাদ্রিদ মাঠে নামতে চায় মাদ্রিদের মতোই। ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিন্স লিগের সেমি থেকে বিদায় নিতে হয় রীতিমতো বিধ্বস্ত হয়ে। লা লিগার শিরোপার দৌড়েও বার্সার সঙ্গে পেরে উঠেনি ক্লাবটি।

দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় দল সাজাচ্ছেন রিয়ালের কর্মকর্তারা। তাই বিদায় হতে পারেন লকু মাদ্রিচ, করিম বেনজেমা-ক্রুসরাও। নতুন করে দল সাজাতে তাই হ্যারি কেইন, জুডে বেলিংহ্যামকে আনছে দলটি। আন্তর্জাতিক একটি গণমাধ্যম খবর দিয়েছে, ইতিমধ্যে বরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডারের সঙ্গে চুক্তিও করে ফেলেছে ক্লাবটি। হ্যারি কেইনের সঙ্গেও কথাবার্তা প্রায় চূড়ান্ত।

এই দুই তারকার পাশাপাশি পুরনো তারকা আশরাফ হাকিমিকেও দলে আনতে চাইছে রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যে তার সঙ্গেও যোগযোগ শুরু করেছেন ক্লাবটির শীর্ষ কর্তারা। দেখা যাক নতুন সাজানো রিয়াল কেমন হচ্ছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here