১শ তম জয়ের অপেক্ষায় বাংলাদেশ

    0
    29

    স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের একদিনের অান্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছে বিগত এক বছর যাবত।

    একের পর এক জয়ে দেশের মাটিতে গত বছরের পাকিস্তান সিরিজ থেকে শুরু করে দুদার্ন্ত ফর্মে অাছে মাশরাফি বাহিনী।

    ১৯৮৬ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া বাংলাদেশ ক্রিকেট দল অাফগানিস্তানের সাথে প্রথম ওডি আই জিতে তাদের ৯৯ তম একদিনের ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে।

    শততম জয় পেতে আর প্রয়োজন একটি জয়। ২৮ সেপ্টেম্বর বুধবার দ্বিতীয় ম্যাচ জিতে নিলেই শততম ম্যাচ জয়ের উল্লাসে ভাসবে পুরো দল, সাথে ১৬ কোটি সমর্থক।

    শততম জয় পাওয়ার মাধ্যমে বাংলাদেশ হবে এই এলিট ক্লাবের দশম সদস্য। ইতিমধ্যে অন্যসব টেস্ট খেলোড়ে দেশ এই মাইল ফলক অতিক্রম করেছে।

    ৯৯ টি জয় পেতে টাইগারদের খেলতে হয়েছে ৩১৩ টি ম্যাচ।
    যার মধ্যে সর্বোচ্চ আফ্রিকার দল জিম্বাবুয়ের বিপক্ষে ৬৭ ম্যাচে ৩৯ জয়।

    দ্বিতীয় সর্বোচ্চ জয় নিউজিল্যান্ড এবং কেনিয়ার বিপক্ষে ৮ টি করে।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here