স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করলেন। ক্লাব ক্যারিয়ারে ১০০০তম ম্যাচ খেলেছেন পর্তুগিজ ফুটবল রাজা। সৌদীর ক্লাব আল নাসরের তারকা রোনালদো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে করেছেন বছরের প্রথম গোল।
সৌদীর প্রো লিগের ক্লাব আল ফাইহার বিপক্ষে গত রাতের আগ পর্যন্ত গোলের দেখা পাননি সিআর সেভেন। এএফসির ম্যাচে গত রাতে সেই খরা কাটিয়েছেন। যেটি ছিলো তার ক্লাব ক্যারিয়ারে ১০০০তম ম্যাচও।
নতুন বছরের নতুন গোলে রোনালদো উদযাপনও করেছেন নতুন ভাবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষেলোর ম্যাচটিতে গোল করে চিরচেনা উদযাপনের বদলে ভিন্ন উদযাপন করেছেন তিনি। আগে গোল করে রোনালদো কিছু দূর দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে এনেন করতেন তার ট্রেডমার্ক উদ্যাপন।
গত রাতে বছরের প্রথম গোলের পর তিনি কিছুটা ভিন্নতা এনেছেন উদযাপনে। আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে আনেননি। রেখে দিয়েছেন বুকের ওপর।
ম্যাচের ৮১তম মিনিটে দলের জয় সূচক একমাত্র গোলটি করেছেন সি আর সেভেন। ক্লাব ক্যারিয়ারের এক হাজার ম্যাচে ৭৪৬টি গোল করেছেন তিনি। রিয়ার মাদ্রিদের জার্সিতে ৪৩৮ ম্যাচ খেলে গোল করেছেন ৪৫০টি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলেছেন ৩৪৬টি ম্যাচ।গোল করেছেন ১৪৫টি। জুভেন্টাসের জার্সিতে ১৩৪ ম্যাচে তার গোল ১০১টি। বর্তমান ক্লাব আল নাসরের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৫১টি ম্যাচ। গোল করেছেন ৪৫টি। আছে স্পোটিং সিপির হয়ে ৩১ ম্যাচে ৫ গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post