স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবেন ১০০০ গোলের মাইলফলক ছূঁয়ে ক্যারিয়ার শেষ করতে। এই প্রম্নের উত্তরের জন্য সমর্থকদের অপেক্ষা করতে বলেছেন রোনালদো। জানিয়েছেন, ১০০০ গোল হলে দারুণ, না হলেও তার সমস্যা নেই। তিনি সবাইকে উপভোগ করতে বলছেন।
আল নাসরের তারকা গত বছর ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। এরপর থেকেই তার হাজার গোল নিয়ে নানা আলোচনা হচ্ছে। তিনি যেভাবে গোল করছেন, রীতিমতো গোলের মেশিন হয়ে উঠছেন। অনেকেই তাই বলছেন হাজারতম গোল করেই ক্যারিয়ার শেষ করবেন সিআর সেভেন।
গতকাল সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে আল নাসরের ৩–১ ব্যবধানের জয়ে রোনালদো করেছেন জোড়া গোল। তাতে রোনালদোর ক্যারিয়ারে গোলের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৩১–এ। এরপর হাজারতম গোল নিয়ে রোনালদোকেও কথা বলতে হয়েছে।
সমর্থকদের উপবোগ করতে পরামর্শ দিয়ে সিআর সেভেন বলেন, ‘ভাইয়েরা, মুহূর্তটা উপভোগ করুন। আমি ১০০০ তাড়া করছি না। এটা যদি হয়ে যায়, দারুণ। যদি এটা না হয়, না হলো।’ দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি জানিয়ে তিনি আরো বলেন, ‘আল হিলালের বিপক্ষে দুই গোল করতে পেরে আমি খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডার্বি জয় করা।’
সমর্থকদের অপেক্ষা করার অনুরোধ জানিয়ে রোনালদো বলেন, ‘(২০২৪ সালের অক্টোবরে) আমি ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছি এবং এখন তারা ১০০০ গোল চাচ্ছে। এটা এখন যেন বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে। এ কারণেই আমি বলেছি, মুহূর্তটা উপভোগ করুন এবং দেখুন আসছে বছরগুলোয় আমার পা আমাকে কী দেয়।’
আল হিলার বিপক্ষে জোড়া গোলের পর মেটা এআইকে প্রশ্নও করা হয়েছিল—রোনালদো এভাবে গোল করতে থাকলে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে তাঁর কত সময় লাগবে। মেটা এআই হিসাব–নিকাশ করে জানিয়েছে, ১০০০ গোলের অনন্য মাইলফলকে তিনি পৌঁছে যেতে পারবেন ২০২৭ সালের মে থেকে আগস্টের মধ্যে। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি অবশ্য জানিয়েছে, রোনালদো হাজারতম গোলটি পেতে পারেন ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুর দিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র.ডেস্ক/০০