নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ও ভারত। ১৪ ডিসেম্বর, বুধবার থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আর সেই ম্যাচের টিকিট প্রাপ্তির স্থান ও মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে দুটি বুথ থেকে টিকিট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা। সাগরিকা (বিটাক সার্কেলের কাছে) ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন দর্শকরা।
সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১০০০ টাকায় পাওয়া যাবে প্রথম টেস্টের টিকিট। মাঠে ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা। উল্টো পাশের ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মিলবে ২০০ টাকায়। এছাড়া ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। ৫০০ টাকায় মিলবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট। এছাড়া ১০০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটির টিকিট।
উল্লেখ্য, অনলাইনে টিকিট কেনার কোনো সুযোগ নেই। তাই নির্ধারিত স্থানে সরাসরি লাইনে দাঁড়াতে হবে সমর্থকদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা