স্পোর্টস ডেস্ক:: রদ্রিগেজের শেষ মুহুর্তের গোলে মাদ্রিদ ডার্বিতে শেষ পর্যন্ত রক্ষা পেলো রিয়াল মাদ্রিদ। দশ জনের আতলেতিকো মাদ্রিদকেও হারাতে পারলো না। মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট হারাতে হলো তাদের।
পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ হারতেই বসেছিলো। দ্বিতীয়ার্ধে বদলী নামা রদ্রিগেজের গোলে কোনো মতে হার এড়িয়েছে দলটি। তবে পয়েন্ট হারানোতে শীর্ষে থাকা বার্সেলোনার আরো কাছে যাওয়ার সুযোগ হলো না।
শিরোপা ধরে রাখার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলতে থাকে। একের পর এক আক্রমণও করে দলটি। তবে ফিনিশিং দূর্বতায় গোলের দেখা পাচ্ছিলো না। প্রথমার্ধের পুরোটা সময় রিয়ালকে আটকে রাখে আতলেতিকো। গোল শুন্য সমতায় তাই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে দুই দল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। সুযোগ কাজে লাগায় আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের ৭৮তম মিনিটে হোসে হিমেনেসের গোলে লিড নেয় দলটি। ১-০ গোলে এগিয়ে যাওয়া আতলেতিকো মাদ্রিদ অবশ্য শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি।
পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে বদলী নামা রদ্রিগেজের গোলে হার এড়ায়। ম্যাচের ৮৫তম মিনিটে স্কোর লাইন ১-১ হয়ে যায়। বাকী সময়ে জালের দেখা পায়নি আর কোনো দল। পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত তাই পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।
২২ ম্যাচে ১৯ জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৬ জয় পাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫২।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post