১০ জনের চেলসিকে জেতালেন স্টার্লিং

0
45

স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে চেলসি। শনিবার বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলে লেস্টার সিটিকে ২-১ গোলে হারাল ব্লুজরা। স্টামফোর্ড ব্রিজে সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করে চেলসির নায়ক এই মৌসুমেই ম্যানচেস্টার সিটি থেকে দলটিতে যোগ দেওয়া রাহিম স্টার্লিং।

৫ বছরের চুক্তিতে লন্ডনের ক্লাব চেলসিতে যোগ দেন স্টার্লিং। তার দলবদলে ব্লুজরা খরচ করেছিল ৪৭.৫ মিলিয়ন পাউন্ড। এত দামে কেনা এই ফরোয়ার্ড দলের জয়ের অগ্রনায়ক। গোলশূন্য প্রথমার্ধে বড় ধাক্কায় খায় টমাস টুখেলের দল। ম্যাচের ২৮তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়ে স্টামফোর্ড ব্রিজের দলটি।

মিডফিল্ডার কনর গাল্লাহার ম্যাচের ১৮তম মিনিটে হ্যান্ডবল করেন। চার মিনিট পর দেখেন প্রথম হলুদ কার্ড। অবশ্য ২১তম মিনিটেও আরেক ফাউল করেছিলেন ইংলিশ এই ফুটবলার। ২৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কনর।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৪৭তম মিনিটে এগিয়ে যায় চেলসি। স্টার্লিং গোলটি করেছেন মার্ক কুরুয়েলার পাস থেকে। রিক জেমসের পাস থেকে ৬৩তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন স্টার্লিং। তিন মিনিট পর ব্যবধান কমান লেস্টারের হার্ভে বার্নস। জেমি ভার্দি গোলে সহায়তা করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here