স্পোর্টস ডেস্কঃ রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ২০১৭ সালের পর এই প্রথম ঘরের মাঠে টানা ছয় জয় পেলো প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি।
প্যালেসের বিপক্ষে ব্রুনো ফের্নান্দেস শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস র্যাশফোর্ড। সফরকারীদের গোলটি করেন জেফরি শ্লাপ। এই জয়ে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। শীর্ষে আছে আর্সেনাল।
ওল্ড ট্রাফোর্ডে সপ্তম মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। প্যালেসের মিডফিল্ডার উইল হিউজের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোলটি করেন ফের্নান্দেস। আসরে পঞ্চম গোল এটি এই পর্তুগিজ ফরোয়ার্ডের। ৬২ মিনিটে লুক শর ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন দুর্দান্ত ফর্মে থাকা মার্কাস রাশফোর্ড। এবারের লিগে তার গোল হলো ১০টি এবং মৌসুমে সব মিলিয়ে হলো ১৯টি।
৭০ মিনিটে প্যালেসের উইল হিউজের গলা চেপে ধরে সরাসরি লাল কার্ড দেখেন ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। এরপর ইউনাইটেডকে চেপে ধরে লন্ডনের ক্লাব প্যালেস। এর ৬ মিনিট পরেই জেফ শ্লাপের গোলে ব্যবধান কমায় প্যালেস। তবে শেষ পর্যন্ত আরেকটি গোল শোধ দিতে পারেন নি তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০