১০ জনের দল নিয়ে লিভারপুলের জয়

0
61

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেলো লিভারপুল। আগের ম্যাচে চেলসির মাঠে ড্র করা অলরেডরা শনিবার এফসি বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে। ম্যাচে শুরুতে গোল হজম করার পর ৩ বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে ইয়ের্গুন ক্লপের দল। এছাড়া দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের। অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্তার লাল কার্ডে মাঠ ছাড়েন।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। বক্সের বাইরে থেকে বোর্নমাউথের অ্যান্থনি সেমেনিওর শট এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। স্বাগতিক গোলরক্ষক আলিসন বেকার তেমন কিছু বুঝে উঠতে পারেননি। ২৭ মিনিটে সমতায় ফেরা গোলটি করেন লুইস দিয়াজ। ডান প্রান্ত থেকে দিয়োগো জটার পাস আরেকজনের গায়ে লেগে আসে দিয়াজের কাছে। বল পেয়ে দারুণ ফ্লিকে সেটি সামনে নিয়ে যান তিনি। এরপর খুব কাছ থেকে বল জালে পাঠান এই কলম্বিয়ান ফুটবলার।

৩৫ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। মোহাম্মদ সালাহর নেওয়া পেনাল্টি প্রথমে ঠেকিয়ে দেন বোর্নমাউথ গোলরক্ষক নেতো। কিন্তু ফিরে আসা বল জালে পাঠিয়ে লিভারপুলকে ২-১ গোলে এগিয়ে দেন সালাহ। ৫৮ মিনিটে দশ জনের দলে পরিণত হয় ক্লপের দল। বোর্নমাউথের রায়ান ক্রিস্টিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালিস্তার। এক সতীর্থকে হারিয়ে তেঁতে ওঠে অলরেড ফুটবলাররা। ৪ মিনিট পরই ম্যাচে নিজেদের তৃতীয় গোল পায় তারা। ৬১তম মিনিটে জটা সুযোগ কাজে লাগান দারুণভাবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here