স্পোর্টস ডেস্কঃ প্রথমবার জার্মান কাপের চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুসেন। গত রাতের ফাইনালে ৩৭ মিনিটে মার্টিন তেরিয়েরকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয় তারা। একজন কম খেলেও শেষ পর্যন্ত ২-২ সমতায় ম্যাচ ধরে রেখেছিল জাবি অ্যালোনসোর শিষ্যরা। অবশেষে পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জয় পায় লেভারকুসেন।
বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে এমন জয়ে নিশ্চিতভাবে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে লেভারকুসেনকে। ম্যাচ শেষে একই কথা বলেছেন দলটির কোচ আলোনসো। তিনি বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিটে একজন কম নিয়ে আমরা যেভাবে খেলেছি, সেটা অবিশ্বাস্য। যেভাবে মৌসুম শুরু হলো আমি আনন্দিত। আমরা স্পিরিট ফিরে পেয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০