স্পোর্টস ডেস্কঃ এবারের ইউরোয় আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে স্পেন। তাই গ্রুপ পর্বে নিজেদের শেষে ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। আগের ম্যাচ থেকে একাদশে ১০টি পরিবর্তন করে নামল স্পেন।
আগের দুই ম্যাচের মতো অতটা দাপুটে পারফরম্যান্স যদিও এবার দেখাতে পারল না স্পেন। তবে আলবেনিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিল ইউরোর তিনবারের চ্যাম্পিয়নরা। ডুসেলডর্ফে সোমবার রাতে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে স্পেন। প্রথমার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফেররান তরেস।
১৩ মিনিটেই গোলের দেখা পায় স্পেন। দানি ওলমোর থ্রু বল বক্সে পেয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ে শট নেন তরেস, বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়। আর শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এদিকে একই সময়ে শুরু আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় উঠেছে ইতালি। গত আসরের চ্যাম্পিয়নদের ৪ পয়েন্ট। ক্রোয়েশিয়ার ২ ও আলবেনিয়ার ১ পয়েন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post